কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাফি, কিশোরদের যুগে স্বতন্ত্র একজন

প্রথম আলো প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১৭:৫২

‘কাভি কাভি মেরে দিল মে খ্যায়াল আতা হ্যায়’ গানটি অনেকে শুনেছেন। হয়তো গুনগুন করে গেয়েছেনও। গুগল বা ইউটিউবের আশ্রয় না নিয়ে চট করে বলুন তো গানটি কে গেয়েছেন? গেল বছর সামাজিক যোগাযোগমাধ্যমে এ গানের গায়কের গাওয়া একটি গান নতুন করে ভাইরাল হয়। ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়...’।


চলুন, এ শিল্পীর আরও কিছু গান শোনা যাক। ‘মেরা জুতা হ্যায় জাপানি’, ‘কাহি দূর যাব দিন ঢাল যায়ে’, ‘ক্যায়া খুব লাগতি হো’, ‘বারি সুন্দর লাগতি হো’, ‘আওয়ারা হু’, ‘ম্যায় পাল দো পালকা শায়ের হু’, ‘ডাম ডাম ডিগা ডিগা’ কিংবা বাংলা ‘ঝুন ঝুন ময়না নাচো না, তাথৈ তাথৈ নাচো না’, ‘মন্দ বলে লোকে বলুক না’। দ্বিতীয় গানটার সুর নিয়েই তৈরি হয়েছে বাংলা ‘আমায় প্রশ্ন করে ওই ধ্রুবতারা’। আর তৃতীয় গানটির অনুকরণেও খুব জনপ্রিয় একটা বাংলা গান আছে, ‘যদি বউ সাজো গো’। হিন্দি গানগুলো হয়তো শুনেছেন। তারপরও অনেকেরই চট করে শিল্পীর নামটা মনে আসবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও