৪০৮ বল খেলে গাভাস্কার-বাবরদের পাশে পাক ব্যাটার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১৭:০৯
শ্রীলংকার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৫২৮ মিনিটে ৪০৮ বল মোকাবেলা করে ১৬০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন পাকিস্তানের ব্যাটার আব্দুল্লাহ শফিক। এতেই সুনীল গাভাস্কার-বাবর আজমদের পাশে জায়গা করে নিয়েছেন এই পাক ব্যাটার। চতুর্থ ইনিংসে ৪০০-র বেশি বল খেলেছেন শফিক।
টেস্টে চতুর্থ ইনিংসে ৪০০-র বেশি বল খেলার নজির এর আগে মাত্র চার জনের রয়েছে। সবার প্রথম এই নজির গড়েছিলেন ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে তিনি ৪৬২ বল খেলে ১৩৫ রান করেন। এর ৫১ বছর পরে সুনীল গাভাস্কার এই কৃতিত্ব অর্জন করেন। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৪৪৩ বলে ২২১ রান করেন। ১৯৯৫ সালে মাইক আথারটন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে ৪৯২ বল খেলে ১৮৫ রান করেন।