সয়াবিন নিয়ে আবারও ভেলকিবাজি: বাংলাদেশ ন্যাপ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১৭:২০
গত ১৭ জুলাই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে সরকার। তবে এই হ্রাসকৃত মূল্যে তেল বাজারে পাওয়া যাচ্ছে না অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ বলছে, ‘সয়াবিন তেল নিয়ে সিন্ডিকেট আবারও ভেলকিবাজি শুরু করেছে।' ‘সিন্ডিকেটের এই ভেলকিবাজি’ অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।