প্রযুক্তি মানেই বিজ্ঞান নয়

যুগান্তর সুধীর সাহা প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১৭:০০

ইলন মাস্ককে নিয়ে সারা পৃথিবীতে এখন ব্যাপক হইচই। টুইটার কিনতে গিয়ে তিনি এত বেশি অর্থ অফার করেছিলেন, যা রীতিমতো আলোড়ন ফেলে দেয়। কোনো কোনো দেশ তো ভাবতেই শুরু করে দেয় যে, ইলন মাস্ক তাদের দেশটিও চাইলে কিনে নিতে পারেন।


বিষয়টি যতই হাস্যরসপূর্ণ হোক, ইলন মাস্ক সেদিকে খুব নজর দেওয়ার সুযোগ পাননি। পরবর্তীকালে কী করে নতুন কিছু করা যায়, সেদিকেই তিনি মনোযোগ ধরে রেখেছেন।


এই ইলন মাস্কই ২০০১ সালে মহাকাশ যাত্রার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য মঙ্গলগ্রহে গ্রিনহাউস প্রজেক্টের মাধ্যমে খাদ্যশস্য তৈরি করার একটি ‘মার্চ ওয়াসিস’ কর্মকাণ্ড হাতে নিয়েছিলেন।


২০০১ সালের অক্টোবরে ইলন জিম ক্যান্ট্রেল এবং কলেজবন্ধু এডিও রেসিকে সঙ্গে নিয়ে মহাকাশ পরিবহণের মাধ্যম হিসাবে পরিমার্জিত ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল (আইসিবিএম) পরিদর্শন করেন। দলটি মস্কোর মনপিও লভস্কিন ও কসমোট্রাস কোম্পানি পরিদর্শন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও