যেভাবে রাতে রূপচর্চা করবেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১৬:১০

আমাদের কর্মব্যস্ত জীবনে রূপচর্চার সময় পাওয়া দায়। ছুটির দিনেও থাকে নানা ব্যস্ততা। সারাদিনের কাজ সেরে রাতেই একটু বিশ্রাম করা হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু রূপচর্চা করে নেয়াটা জরুরি। ত্বক, ঠোঁট ও চোখের যত্ন নিতে কিছুটা সময় বের করুন। রাতে যত্ন নিলে পরদিন সতেজ থাকা যায়।


তাছাড়া রূপটান ধরে রাখতে রূপচর্চা তো করতেই হবে। তাই রুটিন করে নিন রাতের কখন, কীভাবে, কোনটির যত্ন নেবেন-   ত্বকের যত্ন রাতে মুখ ভালো করে ধুয়ে নিন। ত্বক পরিস্কার থাকলে কোনো সমস্যা হয় না। নয়তো ব্রণ, খসখসে, রুক্ষ হয়ে যেতে পারে ত্বক। মুখ পরিস্কার করে নিলে ত্বক তরতাজা থাকে। তেলভাব দূর হয়। ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। স্পর্শকাতর ত্বকে ভেষজ ফেসওয়াশ ব্যবহার করুন। শুষ্ক ত্বকে ক্লিঞ্জিং লোশন বা ক্রিম ব্যবহার করুন। ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন- 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও