You have reached your daily news limit

Please log in to continue


মালির মূল সামরিক ঘাঁটিতে গুলির শব্দ, জঙ্গি হামলার শঙ্কা

মালির রাজধানী বামাকোর উপকণ্ঠে দেশটির মূল সামরিক ঘাঁটি থেকে গুলিবর্ষণের তীব্র শব্দ শোনা গেছে। শুক্রবার ভোরে শুরু হওয়ার এই শব্দের তীব্রতা ঘণ্টাখানেক পর কমে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক ঘাঁটির তিন বাসিন্দা জানিয়েছেন, ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে বলে আশঙ্কা করছেন তারা।

বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরে কাটি এলাকায় অবস্থিত মালির মূল সামরিক ঘাঁটি। দেশটিতে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় গত এক দশক ধরে অস্থিরতা চলছে।

২০১২ ও ২০২০ সালে কাটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহের জেরে সফল অভ্যুত্থান হয়েছে। তবে সেখানকার বাসিন্দারা বলছেন শুক্রবার মনে হয়নি সেনা সদস্যরা নিজেদের মধ্যে গোলাগুলি করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন