You have reached your daily news limit

Please log in to continue


আ.লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি

আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি, ভুয়া নির্বাচনে বিশ্বাসও করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি অভিযোগ করে বলেন, এই দেশে যতগুলো অভিযুক্তপূর্ণ নির্বাচন হয়েছে, সেই নির্বাচন বিএনপি করেছে। বিএনপি ভুয়া নির্বাচন করেছিল বলে জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। সেখানে জেলার সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, রাষ্ট্রক্ষমতায় থাকতে বিএনপি হাওয়া ভবনকে ‘খাওয়া ভবন’ বানিয়ে লুটপাট করে দেশকে ধ্বংস করেছিল। দেশবাসী সেটা দেখেছে। কোনো কথা বলার আগে বিএনপি তাদের আয়নায় নিজেদের চেহারা দেখে লজ্জিত হওয়া উচিত। বিএনপি নিজেই একটা দুর্নীতিবাজ দল হয়ে সেই দলের নেতারা কীভাবে অন্যের দুর্নীতি খুঁজে বেড়ায়? এটা জাতির কাছে হাস্যকর।

নির্বাচন কমিশনের সংলাপে বিষয়ে হানিফ বলেন, কোনো দল যদি নির্বাচন কমিশনের সংলাপে না যায়, সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে সংকটের কোনো কারণ নেই। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে, তারা অবশ্যই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত করার জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয়, সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না, এমনটাও নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন