![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F07%2F22%2FGold-5e826036653542eee6cecc747c8f6eef.jpg%3Fjadewits_media_id%3D803837)
শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ মিজান উদ্দীন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) ৭টা ২০ মিনিটে তাকে আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম এক কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, সকালে একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন মিজান উদ্দীন। গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। মোবাইল ফোনে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে থামানো হলে হাতে থাকা ছোট ব্যাগ লুকানোর চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে ব্যাগে স্বর্ণ আছে বলে স্বীকার করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বর্ণসহ আটক
- যাত্রী আটক