কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণের শিকার কলেজছাত্র

ফেসবুকে নারীর সঙ্গে পরিচয়, এরপর মোবাইলে কথোপকথন। পরে দেখা করতে গিয়ে অপহরণের শিকার হন সোহাগ নামের এক কলেজছাত্র। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সোহাগকে অপহরণের পর তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে হত্যার হুমকি দেন অপহরণকারীরা।

এমন ঘটনায় অপহৃত কলেজছাত্রকে উদ্ধারসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন- লুৎফুন নাহার তন্বী, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ রানা ও মো. স্বপন। এ সময় অপহরণে ব্যবহৃত সিএনজি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জাগো নিউজকে এসব তথ্য জানান। ওসি বলেন, ফেসবুকের মাধ্যমে নার্সিং কলেজের ছাত্র সোহাগের সঙ্গে লুৎফুন নাহার তন্বীর পরিচয় হয়।

তন্বী নিজেকে মাস্টার্স পাশ করা একজন অবিবাহিত তরুণী হিসেবে পরিচয় দেন। এরপর মোবাইল ফোনে তন্বীর সঙ্গে সোহাগের দীর্ঘদিন ধরে কথাবার্তা চলে। গত সোমবার (১৮ জুলাই) তন্বী সোহাগকে মোবাইল ফোনে মিরপুর-১ নম্বর ফুটওভার ব্রিজের নিচে দেখা করতে বলেন। বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সোহাগ সেখানে যাওয়ার পর তারা মিরপুর-১ নম্বরের রোজ ভিউ আবাসিক হোটেলের একটি রুমে যান। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তন্বী হোটেলকক্ষ থেকে এসএমএসের মাধ্যমে অপহরণচক্রের শফিকুল, মাসুদ ও স্বপনের সঙ্গে যোগাযোগ করেন। মো. মোস্তাজিরুর রহমান বলেন, তন্বীর এসএমএস পেয়ে শফিকুল, মাসুদ ও স্বপন হোটেলে উপস্থিত হন। এ সময় শফিকুল নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সোহাগের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন