পুরুষ এককে রোমান ও মহিলা এককে বিউটি সেরা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৯:২৯
ন্যাশনাল র্যাংকিং ওপেন আরচ্যারি টুর্নামেন্ট-৩তে রিকার্ভ পুরুষ এককে মো. রোমান সানা এবং রিকার্ভ মহিলা এককে সেরা হয়েছেন বিউটি রায়। বৃহস্পতিবার টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের আরচ্যারি ট্রেনিং সেন্টারে দিন ব্যাপি এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬১জন পুরুষ ও মহিলা আর্চার র্যাংকিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। একক ইভেন্টের এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে ২য় হয়েছেন মো. ফয়সাল। রিকার্ভ মহিলা এককে ২য় হয়েছেন দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষ এককে মোহাম্মদ আশিকুজ্জামান ১ম ও মো. সোহেল রানা ২য় স্থান লাভ করেন। কম্পাউন্ড মহিলা এককে শ্যামলী রায় ১ম ও সুমা বিশ্বাস ২য় স্থান অর্জন করেন।
- ট্যাগ:
- খেলা
- আরচ্যারি চ্যাম্পিয়নশিপ