গর্ভপাতের অধিকার রয়েছে লিভ ইন সম্পর্কে থাকা অবিবাহিত নারীরও: ভারতের সুপ্রিম কোর্ট

ডেইলি বাংলাদেশ ভারত প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৯:২৬

বিবাহিত নন বলে একজন ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার গর্ভপাত সংক্রান্ত একটি মামলার অন্তর্বর্তীকালীন রায় দেওয়ার সময় এ কথা জানাল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।


আবেদনকারী ২৫ বছর বয়সি এক নারী আদালতে জানান, তিনি অবিবাহিতা। একত্রবাসে থাকার সময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু বিবাহিত না হওয়ার কারণে গর্ভপাত করানোর সময়ে অসুবিধার সম্মুখীন হতে হয় তাকে। গোটা বিষয়টি নিয়ে প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সম্মতিসূচক সম্পর্কে ছিলেন এই কারণ দেখিয়ে তার আর্জি খারিজ করে দেয় আদালত। এ দিন দিল্লি হাইকোর্টের রায়কেও ‘অযথা বাধা দেওয়া’ বলেও অভিহিত করেছে সর্বোচ্চ আদালত। ঝুঁকিহীনভাবে ঐ নারীর গর্ভপাত করা যায় কিনা তার সিদ্ধান্ত নেয়ার ভার দেওয়া হয়েছে চিকিৎসকদের ওপর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও