মারা গেলো বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা
বিশ্বের সবচেয়ে বয়স্ক পোষা পান্ডা ‘আন আন’ এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হংকংয়ের একটি চিড়িয়াখানায় ৩৫ বছর বয়সে মারা গেল পুরুষ পান্ডাটি। পান্ডাটি হংকংকে উপহার হিসেবে দিয়েছিল চীন। চীনের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয় জায়ান্ট পান্ডা।
বিবিসি জানিয়েছে, ১৯৯৯ সালে হংকংকে দুটি পান্ডা উপহার দিয়েছিল চীন। একটি পুরুষ এবং অন্যটি নারী পান্ডা। পরে দুটিকে হংকংয়ের ওশ্যান পার্কে রাখা হয়। পুরুষ পান্ডাটির নাম রাখা হয় আন আন এবং নারী পান্ডাটির নাম রাখা হয় জিয়া জিয়া। পান্ডা দুটিকে সিচুয়ান থেকে ধরে আনা হয়েছিল। নারী পান্ডা জিয়া জিয়া ২০১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যায়। সেটি ছিল পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী পান্ডা। প্রায় ছয় বছর পর এসে সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা হিসেবে ৩৫ বছর বয়সে মারা গেল আন আন। বুনো প্রকৃতিতে পান্ডা সাধারণত গড়ে ২০ বছর বেঁচে থাকে।