You have reached your daily news limit

Please log in to continue


শিশুদের অস্কারখ্যাত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের সিসিমপুর

শেষ হলো কিডস্ক্রিন অ্যাওয়ার্ডের ১৪তম আসর। এ আসরে এবার ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ বিভাগে সেরা হয়েছে দেশের জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’। টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় প্রচারিত হওয়া শিশুতোষ অনুষ্ঠানগুলো এ আয়োজনে প্রতিযোগিতা করে। শিশুতোষ অনুষ্ঠানের জন্য অস্কারখ্যাত, বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।


২০ জুলাই যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জমকালো আয়োজনের মাধ্যমে ১৪তম কিডস্ক্রিন পুরস্কার প্রদান করা হয়। বিশ্বজুড়ে শুধু শিশু ও পরিবারদের নিয়ে নির্মিত সেরা সিরিজ, অ্যানিমেটেড ফিল্ম, লাইভ অ্যাকশন প্রোগ্রামসহ নানা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। নেটফ্লিক্স, কার্টুন নেটওয়ার্ক, বিবিসি, ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন, ফক্স মিডিয়াসহ বিখ্যাত শিশুতোষ অনুষ্ঠান নির্মাণকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়। এই আয়োজনে ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ বিভাগে বিশ্বের সেরা সব শিশুতোষ টিভি সিরিজকে পেছনে ফেলে সিসিমপুর এর ১৩তম সিজন ধরে এসে এই অর্জন।


সম্মানজনক কিডস্ক্রিন অ্যাওয়ার্ড জয়লাভের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘নিঃসন্দেহে এটি ভীষণ আনন্দের সংবাদ। কিডস্ক্রিন অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী শিশুদের অনুষ্ঠানের জন্য অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। বিশ্বের সব সেরা শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিসিমপুর সবার সেরা হয়েছে। এটি অত্যন্ত গর্বের বিষয় যা আমাদের ভবিষ্যতের কাজকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা এবং তাদের শৈশবকে ফলদায়ক, আনন্দময় ও মজাদার করতে ১৭ বছর যাবৎ ‘‘সিসিমপুর’’ কার্যক্রম বাস্তবায়ন করছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। আমি মনে করি এই সাফল্য শুধু আমাদের একার নয়। আমাদের নির্মাণ সহযোগী, সম্প্রচার সহযোগী, লেখক, আঁকিয়ে, পাপেটিয়ার, কলাকুশলী এবং আমাদের দেশের অগণিত শিশু এই সাফল্যের অংশীদার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন