চীনে ১২০ কোটি ডলার জরিমানা দিদির
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১৬:৪৮
‘সাইবার নিরাপত্তা আইন’ না মানার কারণে রাইড-হেইলিং জায়ান্ট দিদিকে ১২০ কোটি ডলার (৮.০২৬ বিলিয়ন ইউয়ান) জরিমানা করেছে চীন।
বৃহস্পতিবার সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (সিএসি) জানিয়েছে, দিদির বিরুদ্ধে অভিযোগের 'চূড়ান্ত প্রমাণ' মিলেছে।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে নাম লেখানোর কয়েক দিনের মধ্যেই দিদির বিরুদ্ধে তদন্ত শুরু করে চীন। এরপর থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিদির শেয়ারের লেনদেন বন্ধ হয়ে যায়।
দিদি গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী চেং ওয়েই এবং প্রেসিডেন্ট লিউ কিং-এর প্রত্যেককে ১০ লাখ ইউয়ান করে জরিমানার তথ্যও প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- জরিমানা
- নিরাপত্তা আইন