কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভারতের নতুন প্রেসিডেন্টের নাম জানা যাবে কয়েক ঘণ্টার মধ্যে

ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী আদিবাসী সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মুর জয় উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি।

গত সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট হাউসে স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু হবে এবং বিকাল ৪টা নাগাদ ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

নির্বাচিত প্রার্থী ২৫ জুলাই ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।   

তবে এই গণনাকে নিছক আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হচ্ছে এবং মুর্মু তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী যশবন্ত সিনহাকে বড় ব্যবধানে হারাবেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে এনডিটিভি।

দ্রৌপদী মুর্মু রাজধানী নয়া দিল্লির তিন মূর্তি মার্গের একটি বাসভবনে অবস্থান করছেন। বিকালে ফল ঘোষণার পর তাকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন