![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Fee4e618c-54ff-41f3-9028-c60957c5f325%252F236354353_580214406327044_7966411720541862943_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
নাইটক্লাবে আরিয়ান, সঙ্গে আছেন এই তারকাপুত্র
প্রথম আলো
প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ২১:৩৪
গত বছরের ৩ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরি থেকে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। অভিযোগ ওঠে, অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত তিনি। প্রায় এক মাস কারাবাসের পর মুক্তি পেলেও নিজেকে খোলসবন্দী করে রাখেন আরিয়ান। যাঁকে নিয়মিতই বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যেত, সেই আরিয়ান বাসা থেকে বের হওয়া একরকম বন্ধ করে দেন।
চলতি বছর ধীরে ধীরে পুরোনো রূপে ফিরতে শুরু করেন শাহরুখ-পুত্র। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের (আইপিএল) নিলামে কলকাতা নাইট রাইডার্স দল সাজাতে সক্রিয় ভূমিকা রাখেন। এরপর মাদক-কাণ্ডে আরিয়ান জড়িত নন বলে ক্লিন চিট দেয় এনসিবি। অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর আরও বেশি প্রকাশ্যে দেখা যেতে থাকে তাঁকে। এবার বন্ধুদের সঙ্গে আরিয়ানকে পাওয়া গেল মুম্বাইয়ের এক নাইট ক্লাবে।