শফিকের মহাকাব্যিক সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জয় পাকিস্তানের

সমকাল প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ২১:৩২

পাল্লেকেলে টু গল; টেস্টে পাকিস্তানের দুই মহাকাব্যিক জয়ে জড়িয়ে গেছে শ্রীলঙ্কার নাম। ২০১৫ সালে ৩৭৭ রান তাড়া করে জিতেছেল পাকিস্তান। এবার বাবর আজমের দল আব্দুল্লাহ শফিকের মহাকাব্যিক ইনিংসে ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে। 


শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম রান তাড়ায় মাত্র ষষ্ঠ টেস্ট খেলতে নামা শফিক খেলেছেন ১৬০ রানের হার না মানা অসাধারণ ইনিংস। উইকেটে পড়ে থেকে ৪০৮ বলের মুখোমুখি হয়েছেন তিনি। মাত্র সাতটি চার ও এক ছক্কায় তুলেছেন দেড়শ’ ছাড়ানো ওই রান। 


তার সঙ্গে ওপেনার ইমাম উল (৩৫), বাবর আজম (৫৫) এবং মোহাম্মদ রিজওয়ান (৪০) ছোট ছোট রান করে জুটি গড়েছেন। লঙ্কান তরুণ স্পিনার প্রবাথ জয়াসুরিয়া দ্বিতীয় ইনিংসে চারটি ধাক্কা দিয়েছেন। প্রথম ইনিংসে তিনি নেন পাঁচ উইকেট। কিন্তু শফিকের স্থির ব্যাটিংয়ের কাছে তার বিষ মাখানো ঘূর্ণি পানি হয়ে গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও