![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/07/20/banapole-dead-200722-01.jpg/ALTERNATES/w640/banapole-dead-200722-01.jpg)
‘স্ত্রীকে মারধরের সময় ধাক্কায়’ কাচে কেটে স্বামীর মৃত্যু
যশোরের শার্শায় ‘স্ত্রীকে মারধরের সময়’ স্ত্রীর ধাক্কায় আলমারির কাচ ভেঙে বুকে ঢুকে স্বামীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে ঘটনাটি ঘটে।নিহত শাহিন হোসেন (২৫) সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।প্রতক্ষ্যদর্শী ও পরিবারের বরাতে শার্শা থানার ওসি মামুন খান বলেন, শাহিন ছিলেন মাদকসেবী। মাদক সেবন করে প্রায়ই তিনি স্ত্রী খাদিজা খাতুনকে (২০) মারধর করতেন। “দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে শাহিন স্ত্রীকে মারধর শুরু করলে স্ত্রী খাদিজা নিজেকে বাঁচাতে শাহিনকে ধাক্কা দেন। এতে শাহিন ঘরে থাকা আলমারির উপর গিয়ে পড়লে আলমারির গ্লাস ভেঙে বুকে ঢুকে যায়।”এরপর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুন খান আরও জানান, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী খাদিজাকে গ্রেপ্তার করা হয়েছে; থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দাম্পত্য কলহ
- স্বামীর মৃত্যু