ধকল সামলাতে পারিবারিক সঙ্গ চান ক্রিকেটাররা
একের পর এক সিরিজ আর সফর। টানা খেলায় বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। চলতি বছরের শেষ অবধি চলবে এই ব্যস্ত সূচি। উইন্ডিজ থেকে দেশে ফিরে মাত্র ৪ দিনের বিশ্রাম। এরপর ২৬ জুলাই ধরতে হবে জিম্বাবুয়ের বিমান। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, এই ধকল সামলাতে পারিবারিক সঙ্গ গুরুত্বপূর্ণ।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় উইন্ডিজ থেকে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়। আমাদের অবশ্যই খেলতে হবে এবং আমি মনে করি যতদিন ক্রিকেট খেলব এবং যেই খেলুক না কেন পেশাদার খেলোয়াড়দের এমনই হওয়া উচিত। কারণ, আমরা হয়তো চারদিন সময় পেয়েছি। তারপর আমাদের জিম্বাবুয়ে সিরিজ, তারপর হয়তো খুব তাড়াতাড়ি অনেক খেলা আছে।’
যোগ করেন মিরাজ, ‘যত তাড়াতাড়ি মানসিক রিফ্রেশ করা যায় এবং চারটা দিন পরিবারের সঙ্গে উপভোগ করা যায়। চেষ্টা করব পরিবারের সঙ্গে প্রত্যেকটা খেলোয়াড় হয়তো মানসিকভাবে ফ্রি হবে ভালো ভাবে।’
দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই ক্রিকেটারদের সামনে। আগামী ২৬ জুলাই ধরতে হবে জিম্বাবুয়ের বিমান। সেখানে হারারে মাঠে ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে সফর শুরু হবে। যেখানে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ জুলাই।