স্ত্রী-মেয়ে ১০ বছর বিদেশে, ফ্লাটে মিললো চিকিৎসকের মরদেহ
রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে আবুল হোসেন চৌধুরী (৬৯) নামে অবসরপ্রাপ্ত এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তারা মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতনদের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেগুনবাগিচার ৬/২ এক্সেনশিয়াল টাওয়ারের একটি ফ্ল্যাট বাসার দরজা ভেঙে ডা. আবুল হোসেন চৌধুরী মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়।’ তিনি বলেন, ‘প্রতিদিনের মতো আজও পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা নিতে তার বাসার দরজায় গিয়ে ডাকাডাকি করেন। দরজা না খোলায় আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’ এসআই আব্দুল্লাহ বলেন, ‘ওই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন, গত ১০ বছর ধরে ওই চিকিৎসক একই ফ্ল্যাটে বসবাস করতেন। তার স্ত্রী ও দুই মেয়ে কানাডায় থাকেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- চিকিৎসকের মৃত্যু