![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-93001200,imgsize-109654,width-700,height-525,resizemode-75/ei-samay.jpg)
স্ত্রীয়ের টাকার উপরে স্বামীর কোনও অধিকার নেই! বিয়ের মণ্ডপেই তুমুল ঝামেলা
eisamay.com
প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৭:৩৮
Viral Video বিয়ের। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বিয়ের বিভিন্ন ধরনের ভিডিয়ো। বিয়ের মণ্ডপে কনের মজার কাণ্ড ভাইরাল হয় সবার আগে। কিন্তু, সম্প্রতি একটি বিশেষ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। বিয়ের মণ্ডপে ঘটে চলেছে আজব সব ঘটনা। কখনও বর এবং বউয়ের মধ্যে তুমুল মারামারি চলছে।
আবার কখনও বিয়ের মণ্ডপেই বরের সঙ্গে বউয়ের ঝামেলা ভাইরাল হচ্ছে। কিন্তু, সম্প্রতি বর এবং বউয়ের এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা সৃষ্টি করেছে নতুন বিতর্কের। নেটিজেনরাও বিভিন্ন ধরনের কমেন্ট করা শুরু করেছেন ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে।
- ট্যাগ:
- জটিল
- বিয়ের ছবি
- ভাইরাল ভিডিও
- ফেসবুক ভাইরাল