টিলা কেটে রাস্তা যাচ্ছে এমপি সুলতান মনসুরের গ্রামে

ঢাকা টাইমস কুলাউড়া প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৮:০৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে বেশ কয়েকটি টিলা কেটে নতুন একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি বাস্তবায়িত হলে মৌলভীবাজার থেকে কুলাউড়ার স্থানীয় এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের নিজ গ্রামসহ ওই এলাকায় যেতে সাড়ে ৩ কিলোমিটার পর্যন্ত পথ কমে যাবে। এমপির বিশেষ বরাদ্দ থেকে দেওয়া ৩৫ মেট্টিক টন চালের বিনিময়ে রাস্তাটি বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগ। অবশ্য কাজের শেষ ভাগে এসে চা বাগানের টিলা কাটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে চা বাগান কর্তৃপক্ষের বাধায় কাজ বন্ধ হয়ে গেছে।


পরিবেশ আইনের বিধান অনুযায়ী সরকারি-বেসরকারি টিলা বা পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাস্তাটি নির্মাণে এই আইনের তোয়াক্কা করা হয়নি।


পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা ঢাকা টাইমসকে জানান, টিলা কাটার কারণে উক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হচ্ছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও