কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০২১ সালে নাগরিকত্ব ছেড়েছেন দেড় লক্ষাধিক ভারতীয়

ডেইলি বাংলাদেশ ভারত প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৬:১৯

ভারতের নাগরিকরা নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে পাড়ি জমাচ্ছেন ভিন্ন দেশে। ২০২০ সালের তুলনায় অনেক বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন ২০২১ সালে। ২০২০ সালে যেখানে ৮৫ হাজারের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন, সেখানে ২০২১ সালে সংখ্যাটি দেড় লাখেরও বেশি।


মঙ্গলবার এ সংক্রান্ত তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বহুজন সমাজ পার্টির (বিএসপি) এক এমপির প্রশ্নের জবাবে এমনই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মন্ত্রণালয় জানায়, ২০২১ সালে মোট এক লাখ ৬৩ হাজার ৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৮৫ হাজার ২৫৬। ২০১৯ সালে এক লাখ ৪৪ হাজার ১৭ জন তাদের ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও