‘শ্রীলঙ্কার স্বাভাবিক অবস্থায় আসতে সময় লাগবে’
শ্রীলঙ্কা পরিস্থিতি এখনো শান্ত হয়নি। সেখানকার মানুষ প্রতিনিয়ত অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। এ নিয়ে রাজনীতিভিত্তিক ওয়েবসাইট দ্য কনভারসেশন যুক্তরাষ্ট্রের ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক নিল ডেভোটার একটি সাক্ষাৎকার নিয়েছে।
দ্য কনভারসেশন: শ্রীলঙ্কার সর্বশেষ অবস্থার গতিপ্রকৃতি কী?
নিল ডেভোটা: যা ঘটে গেল, তা সত্যিই বিপ্লবী ঘটনা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রেসিডেন্ট চূড়ান্ত অপমানজনকভাবে পদত্যাগ করলেন। এর আগে গোতাবায়া রাজাপক্ষে বলেছিলেন, তিনি শিগগিরই প্রেসিডেন্টের পদ ছাড়তে চান; কিন্তু তিনি পদত্যাগ করেননি, কারণ পদত্যাগ করলে প্রেসিডেন্ট হিসেবে তিনি যে মামলা থেকে দায়মুক্তির সুবিধা পাচ্ছিলেন, তা আর থাকছিল না। ফলে তিনি পদত্যাগ করার বদলে দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপ এবং পরে সিঙ্গাপুরে পালিয়ে যান। শোনা যাচ্ছে, তিনি এখন সৌদি আরব কিংবা দুবাই যাওয়ার চেষ্টা করছেন। সমালোচকেরা বিদ্রূপ করে বলছেন, গোতাবায়া নিজের গদি পোক্ত করার জন্য ইসলামবিদ্বেষ উসকে দিয়েছিলেন, আর সেই তিনিই এখন মুসলিমপ্রধান দেশগুলোতে আশ্রয় খুঁজছেন।