বর্ষায় পোকামাকড়ের উপদ্রব কমানোর ঘরোয়া উপায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৪:৫২

বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া। এ সময় ঘরে পোকামাকড়ের আনাগোনা বেড়ে যায়। কীটনাশকের ক্ষতিকর প্রভাব এড়াতে চাইলে ঘরোয়া উপায়েই দূর করতে পারেন পোকা। জেনে নিন কীভাবে করবেন।



  • খাবার টেবিলে একটি পাত্রের মধ্যে মুঠো ভর্তি তুলসি পাতা রেখে দিন। মাছির উপদ্রব কমে যাবে।

  • একটি স্প্রে বোতলে পানি ও ডিশ ওয়াশার সোপ মিশিয়ে নিন। পিঁপড়ার আনাগোনা যেখানে বেশি সেখানে স্প্রে করুন। দূর হবে পিঁপড়া।

  • বিছানার তোষক ভালো করে পরিষ্কার করে খানিকটা বেকিং সোডা ছিটিয়ে দিন। ছারপোকা আসবে না।

  • নিমের তেল ঘরের কোণে ছিটিয়ে দিন রাতে। পোকামাকড়ের উপদ্রব কমবে।

  • কয়েক টুকরো কর্পূর অল্প পানিতে ভিজিয়ে ঘরে রেখে দিলে কমবে মশা, মাছি ও পোকার আনাগোনা।

  • ঘর মোছার পানিতে সাদা ভিনেগার ও সামান্য স্যাভলন মিশিয়ে নিন। পোকা ও পিঁপড়ার উপদ্রব কমবে।

  • বর্ষার সময় বেসিন বা বাথরুমের পাইপ দিয়ে পোকা আসে। মাঝে মাঝে বেকিং সোডা ও গরম পানি ঢেলে দেবেন।

  • কাপড় রাখার ওয়ারড্রব বা আলমারির কোণে ন্যাপথালিন রাখবেন। সিলিকা জেলের প্যাকেট রাখলেও উপকার পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও