দাদ হলে করণীয়

প্রথম আলো প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৩:২৯

দাদ ত্বকে ছত্রাকের সংক্রমণজনিত প্রদাহ। এটি একটি সাধারণ ছোঁয়াচে রোগ। ছত্রাক একধরনের অণুজীব, যা মৃতজীবী বা পরজীবী। স‍্যাঁতসেঁতে পরিবেশে এর বৃদ্ধি ত্বরান্বিত হয়। এ পর্যন্ত বিজ্ঞানীরা ৮ হাজার প্রকৃতির ছত্রাকের বর্ণনা দিয়ে থাকলেও ধারণা করা হয়, এর মধ্যে ৩০০ প্রকৃতির ছত্রাক মানবদেহে রোগ সৃষ্টির ক্ষমতা রাখে।


সংক্রমণের কারণ



  • শরীর অতিরিক্ত ঘামের কারণে স‍্যাঁতসেঁতে হলে ছত্রাক বাসা বাঁধতে পারে।

  • অপরিচ্ছন্নতা ও নিয়মিত পরিধেয় কাপড় ধুয়ে যথাযথভাবে না শুকানো।

  • আক্রান্ত ব্যক্তির পরিধেয় কাপড় কিংবা অন্য ব‍্যবহার্য দ্রব‍্যাদি, যেমন চিরুনি, গামছা, তোয়ালে, বিছানার চাদর ব্যবহার।

  • যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রেও এটি বেশি দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও