![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252F7d9b7092-52bb-41ae-824d-201f3606add2%252FPatuakhali_DH0583_20220719_IMG_20220719_WA0034.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার অবৈধ ভবন উচ্ছেদ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বাজারে নির্মিত পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার (রনি) অবৈধ ভবন উচ্ছেদ করছে প্রশাসন। চান্দিনা ভিটা বন্দোবস্ত নিয়ে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তাঁর ভবনসহ ওই বাজারের অন্তত ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।