টি-২০’র হাল ধরছেন সাকিব-সোহান
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ টি-২০ দলকে ঢেলে সাজানোর বেশ কয়েকটি উদ্যোগ নিলেও তেমন একটা সফল হতে পারেনি বিসিবি। তবে দেরিতে হলেও টি-২০ দলকে আবার সাজাতে উদ্যোগ নিল দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
আসছে জিম্বাবুয়ে সফরেই দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। বিসিবির একজন পরিচালক জানান, সাকিব আল হাসানকে অধিনায়ক আর নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করা হচ্ছে টি-২০ দলে। সাকিবকে বলা হবে জিম্বাবুয়েতেই দলের নেতৃত্ব বুঝে নিতে। তিনি রাজি না হলে সহ-অধিনায়ক সোহান নেতৃত্ব দেবেন তিন ম্যাচের সিরিজে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজি হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ক্রিকেট পরিচালনা বিভাগ, জানালেন ঐ কর্মকর্তা। তিন ম্যাচ টি-২০ এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ২৬ জুলাই জিম্বাবুয়ে উড়াল দিবে। ৩০ জুলাই এবং ১ ও ২ আগস্ট হবে টি-২০ ম্যাচ। ৫, ৭ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ওয়ানডে। দ্বিপক্ষীয় এ সিরিজের জন্য দল ঘোষণা করা হতে পারে আজ। টি-২০ দলে যদি পরিবর্তন আসে তবে কি মাহমুদউল্লাহ দলে জায়গা হারাচ্ছেন? কিউ বা হবে সিনিওর ক্রিকেটারদের? জাতীয় নির্বাচক কমিটির একজন সদস্য জানান, “টি২০-তে মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিককে বিশ্রামে রাখার কথা ভাবা হচ্ছে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও সায় আছে বোর্ডের এই পরিকল্পনায়। তাই নির্বাচক কমিটির দিক থেকে চেষ্টা করা হচ্ছে বিসিবি সভাপতিকে রাজি করাতে।”