সংকট কতটা গভীর, তা চেপে রেখেছিল রাজাপাকসে সরকার: রনিল বিক্রমাসিংহে
বিদেশি ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা যে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে, সেই সত্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকার গোপন করেছিল বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
সিএনএনকে তিনি বলেছেন, বিক্ষোভে উৎখাত হওয়া শ্রীলঙ্কার সাবেক নেতা গোটাবায়া রাজাপাকসের সরকার সত্যটা জানায়নি যে, শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে পড়েছে এবং সেজন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে যাওয়া প্রয়োজন।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে যাওয়ায় খাদ্য ও জ্বালানির মত জরুরি রসদ আমদানিও অসম্ভব হয়ে পড়েছে শ্রীলঙ্কার জন্য। ব্যাপক মূল্যস্ফীতি কঠিন করে তুলেছে জীবন।
ব্যাপক বিক্ষোভের মধ্যে গত সপ্তাহে গোটাবায়া রাজপাকসে পালিয়ে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেন। সেখান থেকে তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।