![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/07/16/mymensing-roadaccident-160722-02.jpg/ALTERNATES/w640/mymensing-roadaccident-160722-02.jpg)
ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মৃত্যু: সেই চালক গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা, মা ও এক সন্তানের মৃত্যুর ঘটনায় সেই চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজু আহমেদ শিপন নামে ওই ট্রাক চালককে সোমবার সাভার থেকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার র্যাবের এক বার্তায় জানানো হয়।
সেখানে বলা হয়, পরে সংবাদ সম্মলন করে শিপনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
গত শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশাল পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনায় ত্রিশালের রাইমনি গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), তার স্ত্রী রত্না বেগম (৩০) এবং মেয়ে সানজিদা খাতুন (৬) মারা যায়। মৃত্যুর আগে রত্না বেগম সড়কেই এক নবজাতকের জন্ম দেন।