‘খোঁজ দ্য সার্চ’ দিয়ে শুরু মি. অনন্ত জলিলের (এপ্রিল,২০১০)..‘দ্য’ আক্রান্ত তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘দিন দ্য ডে’, যা মুক্তি পেয়েছে ১০ জুলাই ২০২২ এ।
বিশাল বাজেটের সিনেমা দিন দ্য ডে হয়তো কারও কারও কাছে বিশাল প্রত্যাশারও। এই সিনেমা্র লোকেশান কিংবা মারপিট, আয়োজন কিংবা চিত্রগ্রহণ পুরোটাই ফিল্মি, হয়ত হলিউড বা বলিউড ধাঁচের! কিন্তু দিন দা ডে সিনেমাটা শেষমেষ কেমন? সিনেমা শেষ করার জন্য দর্শকদের ধৈর্য ধরে রাখা কি সম্ভব ছিল? নাকি তারা হাসি, কান্না কিংবা গান দেখে আসলে ‘ট্রল’ করতে গিয়েছিলেন ছবিঘরে?
১৯৮৯-৯০ তে দল বেঁধে মানুষ ‘বেদের মেয়ে জোসনা’ দেখতে গিয়েছিল। তখন জনপ্রিয় এক সাপ্তাহিক পত্রিকা (সরকারি মালিকানাধীন) শিরোনাম করেছিল-‘রুচির দুর্ভিক্ষ-বেদের মেয়ে জোসনা’! তাহলে দিন দ্য ডে’র জন্য কোন শিরোনাম ব্যবহৃত হবে?