পানি সংকটে পাটচাষ কমছে নওগাঁয়

জাগো নিউজ ২৪ নওগাঁ সদর প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১১:৪৮

অনাবৃষ্টিতে নদী-নালা ও ডোবায় পানি না থাকায় পাট জাগ দেওয়া যাচ্ছে না। পাট চাষে উৎপাদন খরচ বৃদ্ধি এবং পানি সংকটে জাগ দেওয়ার সমস্যার কারণে প্রতিবছর নওগাঁয় কমছে পাটের আবাদ। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রণোদনাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।


কৃষি বিভাগের তথ্যমতে, চলতি ২০২২-২৩ অর্থবছরে জেলায় ৫ হাজার ৩৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে পাটের আবাদ হয়েছিল ৫ হাজার ৭২৫ হেক্টর। ২০২০-২১ অর্থ বছরে পাটের আবাদ হয়েছিল ৫ হাজার ৯৩৩ হেক্টর। ২০১৯-২০ অর্থবছরে ৬ হাজর ১৫০ হেক্টর এবং ২০১৮-১৯ অর্থবছরে ৬ হাজার ৯৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়। গত ৫ বছরের ব্যবধানে পাটের আবাদ কমেছে ১ হাজার ৬০০ হেক্টর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও