বৃষ্টিদিনের রেসিপি : গরম গরম সিঙ্গারা
ঘরোয়া আড্ডা জমিয়ে তুলতে যেসব খাবারের জুড়ি নেই তার মধ্যে গরম গরম সিঙ্গারা অন্যতম। বিশেষ করে বৃষ্টি দিনে এই মজাদার রেসিপি তৈরি করে জয় করে নিতে পারেন প্রিয়জনের মন। এবার জেনে নিন কীভাবে তৈরি করবেন সিঙ্গারা। যা যা লাগবে আলু আধা কেজি, ময়দা দুই কাপ, মৌরি আধা চা চামচ, জিরা আধা চা চামচ, মেথি আধা চা চামচ , পেঁয়াজ দুই টি, কাঁচামরিচ চারটি, আদা ছেঁচা দুই চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, দারচিনি গুঁড়া এক চা চামচ, কালজিরা এক চা চামচ, প্রয়োজন মত পানি।
যেভাবে বানাবেন আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিতে হবে। কড়াইয়ে তিন টেবিল চামচ তেল গরম করে মৌরি, জিরা ও মেথি একসাথে মিশিয়ে তেলে ফোড়ন দিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এবং একটি তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে কড়াইতে আলু দিয়ে দিতে হবে। একটু ভাজা হলে পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন আলু ভাজা ভাজা হয় এবং একটু ভেঙ্গে ভেঙ্গে যায়। জিরা ও দারচিনির গুঁড়া দিয়ে নামিয়ে ঠান্ডা করতে হবে।