![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-07%252Fe67a30cf-5973-4483-9660-e25742a08e15%252F2.gif%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
নাক দিয়ে ঠেলে বাদাম ওঠালেন পর্বতচূড়ায়
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৯:৫১
পর্বতারোহণের আগ্রহ অনেকেরই থাকে। তাই বলে নাক দিয়ে বাদাম ঠেলে পর্বতের চূড়ায় ওঠানোর মতো বিচিত্র শখ রয়েছে—এমন মানুষ নিশ্চয়ই খুঁজে পাওয়া দুষ্কর। অবিশ্বাস্য হলেও সত্য, বিচিত্র এ কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বব সালেম। আর এ কাজের জন্য ববের নাম উঠেছে রেকর্ডের খাতায়।
বব সালেমের বাড়ি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কলোরাডো অঙ্গরাজ্যের মনিটাউ স্প্রিং শহরে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বব এ রেকর্ড গড়েন কলোরাডোর পাইকস পর্বতে উঠে। ৯ জুলাই তিনি এ অভিযান শুরু করেন। ১৪ হাজার ১১৫ ফুট উঠে নতুন রেকর্ড গড়তে লাগে সাত দিন।