কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণে পরিকল্পিত ড্রেজিং জরুরি

যুগান্তর চপল বাশার প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৯:৪৩

সিলেট-সুনামগঞ্জ তথা দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে বন্যার পানি প্রায় পুরোটাই নেমে গেছে। কোথাও কোথাও অবশ্য নিুাঞ্চল এখনো পানির তলে। মে মাসের মাঝামাঝি যে বন্যার শুরু, তা ভয়াবহ রূপ ধারণ করে জুনের দ্বিতীয় সপ্তাহে। ভারতের আসাম ও মেঘালয়ে এবার স্মরণকালের সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির পানি সরাসরি নেমে এসেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে, ভাসিয়ে দিয়েছে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা।


একই সঙ্গে দেশের ভেতরেও, বিশেষ করে সিলেট বিভাগে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ভারত থেকে নেমে আসা পানি, সেই সঙ্গে দেশের ভেতরে প্রবল বৃষ্টিপাত বন্যা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছিল। বন্যায় প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রাণহানিও অনেক। সঠিক তথ্য কোনো সূত্র থেকেই পাওয়া যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, শতাধিক মানুষ মারা গেছেন বন্যায়। বাড়িঘর, ফসল, গবাদি পশু, হাঁস-মুরগিসহ সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও