অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জিংয়ে নতুন তথ্য
বণিক বার্তা
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৮:৫০
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি চার্জ দেয়ার ক্ষেত্রে নতুন তথ্য জানা গেছে। গবেষকদের তথ্যানুযায়ী, ব্যাটারি পুরোপুরি শেষ হওয়ার পর সেটি পুনরায় চার্জ দেয়া স্মার্টফোনের জন্য ক্ষতিকর। খবর স্ল্যাশগিয়ার।
স্মার্টফোনের ব্যাটারিতে চার্জ থাকা সত্ত্বেও সেটিকে দিনের বিভিন্ন সময় চার্জ দেয়াকে গুরুত্বহীন মনে হলেও এটি সেলফোনের ব্যাটারি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। চার্জ দেয়ার আগে ব্যাটারি পুরো খালি করলে তা ব্যাটারির মান দিন দিন কমিয়ে দেবে।
ব্যাটারি সংরক্ষণে পাওয়ার সেভার মোড চালুর মতো বিষয় থাকলেও ব্যাটারি পুরোপুরি খালি না করে চার্জ দেয়াটা সহজ।