![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F07%2F19%2F-3eb28f2902a5b6028eb097c139db4c16.jpg%3Fjadewits_media_id%3D803362)
‘ব্রিটিশ রানি আমার চিঠির উত্তর দিলেন’
দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন ব্রিটিশ-ভারতীয় পূর্ববাংলার অনেক সৈনিক রেখেছিলেন বীরত্বপূর্ণ অবদান। তাদের কয়েকজন স্মৃতির ঝাঁপি মেলে ধরেছেন বাংলা ট্রিবিউন-এর কাছে। ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে আজ রইলো ল্যান্স নায়েক আব্দুল মান্নানের গল্প।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আজলদী গ্রামের একটি মসজিদের সামনে দেখা গেলো এক বৃদ্ধ লাঠি হাতে বসে আছেন। জানতে চাইলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সৈনিক আব্দুল মান্নানকে চেনেন? কিছুক্ষণ তাকিয়ে বললেন— আমিই সেই সৈনিক। একগাল হেসে প্রতিবেদককে হাত ধরে টেনে ঘরে নিয়ে বসালেন। ট্রাংক থেকে বের করতে শুরু করলেন স্মৃতির ঝাঁপি।