কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন হাজার মিসাইল ছুঁড়েছে রাশিয়া

যুগান্তর ইউক্রেন প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ২০:৩২

ইউক্রেনের বিমান বাহিনী সোমবার দাবি করেছে, গত ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ অভিযান শুরু হওয়ার পর রাশিয়া ইউক্রেনে তিন হাজার মিসাইল ছুঁড়েছে। 


এ ব্যাপারে ফেসবুকে বিমান বাহিনী বলেছে, আজ পর্যন্ত, শত্রুরা ইউক্রেনে বিভিন্ন ধরনের তিন হাজার মিসাইল ছুঁড়েছে। এগুলো হলো ক্রুস মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, অপারেশনাল ট্যাকটিক্যাল মিসাইল। তাছাড়া তারা ছুঁড়েছে ওনেক্স মিসাইল।


অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইউক্রেনের বিমান বাহিনীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। 


ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া সোভিয়েত আমলের পুরনো মিসাইল হামলার কাজে ব্যবহার করা শুরু করেছে।


এ ব্যাপারে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, শত্রুরা (রুশ সেনারা) ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনার ওপর সোভিয়েত আমলের এক্স-৫৯, এক্স-২২, এক্স-৩১ সহ অন্যন্য মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও