আসছে নতুন ৩১ ইমোজি
হাসতে হাসতে আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে; এটা লিখে প্রকাশ করাটা কিন্তু কঠিন। যদি ইমোজি ব্যবহার করেন তাহলে হুট করেই যে কেউ বুঝে যাবে। এটাই প্রথম ইমোজি যা ডিকশনারিতে শব্দ হিসেবে স্থান পেল। এবার আরো সমৃদ্ধ হচ্ছে ইমোজি শব্দের তালিকা। এ বছরের জন্য নতুন ৩১টি ইমোজি প্রকাশ করেছে ইউনিকোড কনসোর্টিয়াম।
গত বছরের তুলনায় এ বছর যুক্ত হতে যাওয়া ইমোজির সংখ্যা অনেক কম। গত বছর ১১২টি ইমোজি যুক্ত হয়েছিল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইমোজির রেফারেন্স ওয়েবসাইট ইমোজিপিডিয়া বলছে, কিছু কিছু ইমোজির সর্বশেষ সংস্করণ এখনো তৈরি হয়নি। তবে বেশির ভাগই চূড়ান্তভাবে নিশ্চিত বলা চলে। চলতি বছরের সেপ্টেম্বরে সর্বশেষ অনুমোদনের পর ইমোজিগুলো বাজারে আনা হবে।
ইমোজি ১৫.০ রিলিজের জন্য স্যাম্পল ডিজাইন দেওয়া আছে। এখান থেকে অ্যাপল, গুগল এবং স্যামসাংসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজের মতো করে ইমোজি বানিয়ে নিতে পারবে।