You have reached your daily news limit

Please log in to continue


এই বৃষ্টিতে গরম থেকে স্বস্তি আসছে না

দেশে টানা দাবদাহের দাপট কমতে শুরু করেছে। আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। রাজধানীর আকাশে দুপুরে একপশলা বৃষ্টি কিছুটা হলেও স্বস্তির পরশ নিয়ে এসেছে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় রাতে অস্বস্তিকর গরমের প্রভাব রয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দু-এক দিনের মধ্যে বৃষ্টি বাড়তে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। ফলে একদিকে রোদ আর গরম, অন্যদিকে মেঘ আর বৃষ্টি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ, এরই মধ্যে মেঘ-বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ স্থানের সর্বোচ্চ তাপমাত্রা কমে এসেছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার তা কমে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তবে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

জানতে চাইলে অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, দেশের ওপর মৌসুমি বায়ু এক সপ্তাহ ধরে নিষ্ক্রিয় অবস্থায় ছিল। এ কারণে আকাশে মেঘ ও বৃষ্টি কম ছিল। রোববার থেকে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। ফলে বৃষ্টি বাড়ছে। কয়েক দিনের মধ্যে বৃষ্টি ধারাবাহিকভাবে বেড়ে তাপমাত্রা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রাজধানীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ছিল প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য প্রায় একই রকম ছিল। এ কারণে দিন ও রাতের গরমের অনুভূতি প্রায় একই ছিল। আগামী কয়েক দিনে সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কমলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি কমবে না। ফলে গরম কিছুটা কমলেও অস্বস্তিকর আবহাওয়া রয়েই যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন