সদরঘাটে দুই পন্টুনের ফাঁকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
রাজধানীর সদরঘাটের ঢাকা নদীবন্দরে দুই পন্টুনের ফাঁক দিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে খাদিজা (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২ ঘটিকা) শিশুটির খোঁজে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবুরি দল তল্লাশি চালিয়ে আসছে।
সরেজমিন জানা গেছে, ভোলা চরফ্যাশন থেকে ছেড়ে আসা এমভি তাশরিফ-৩ লঞ্চে ওই শিশুটি পরিবারের সঙ্গে ঢাকায় আসছিলেন। সোমবার ভোর ৩টার দিকে লঞ্চটি ঢাকা নদীবন্দরের ১৩ নম্বর পন্টুনে এসে ।ভিড়ে। এর পর রাত ৪টার দিকে পরিবারের সঙ্গে বাবার হাত ধরে শিশুটি বন্দরের ৭ নম্বর ৮ নম্বর পন্টুনে দুই ফুট পরিমাণ ফাঁকা জায়গা দিয়ে শিশুটি বাবার হাত ফসকে নদীতে পড়ে যায়। বাবা রিপন মিয়ার চিৎকারে আশপাশের যাত্রীরা এগিয়ে এলেও নদীর তীব্র স্রোতে শিশুটি তলিয়ে যায়। এর পর ঘটনার ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে। এর রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা )শিশুটির খোঁজ পাওয়া যায়নি।