কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হরর কমেডিতে মজেছে বলিউড

হরর কমেডি ঘরানার সিনেমা ভারতে খুব বেশি হতো না। যা–ও হতো, সেটা দক্ষিণ ভারতে। হরর আর কমেডির মিশেলে এই ঘরানার সিনেমা তৈরি সহজ নয়। চিত্রনাট্য ভালো না হলে সেটা ডাহা ফ্লপ করার ভালো ঝুঁকি থাকে যায়। তবে গত কয়েক বছরে ‘আরানমানাই’সহ বেশ কয়েকটি তামিল হরর কমেডি সুপারহিট হওয়ার পর হিন্দি সিনেমার নির্মাতারাও এ ধরনের সিনেমা নির্মাণে আগ্রহী হন।


২০১৮ সালে অমর কৌশিকরে সিনেমা ‘স্ত্রী’ ব্যাপক ব্যবসাসফল হওয়ার পর এই ঘরানার ছবি নির্মাণে আগ্রহী হয়ে ওঠে বলিউড। অল্প বাজেটে ছোট শহরের এক গল্প তুলে ধরেছিলেন পরিচালক। হরর কমেডি ছবির মধ্যেও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, কুসংস্কারসহ নানা বিষয়ে বার্তা দেন। ব্যাপক ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সমালোচকদেরও প্রশংসা পায় রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি। গত জুন মাসেই জানা গেছে, ছবিটির সিকুয়েল হবে। সেখানে প্রথম কিস্তির মতোই দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

হরর কমেডির পালে জোর হাওয়া দিয়েছে গত মে মাসে মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া ২’ অভাবনীয় সাফল্য। আনিস বাজমির ছবিটি ২০০ কোটি রুপির ব্যবসা করে। নেটফ্লিক্সে মুক্তির পরেও প্রথম সপ্তাহে স্ট্রিমিং সাইটটির দর্শক চাহিদার শীর্ষে ছিল কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ছবিটি। সমালোকেরা মনে করছেন, মজার গল্পের সঙ্গে ভয়ের মিশেল, দারুণ সংলাপ, নাচ-গানসহ বাণিজ্যিক সব মসলা মজুত থাকায় দর্শকেরা লুফে নিয়েছেন এই সিনেমা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন