মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল বঙ্গভ্যাক্স
মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেডের তৈরি করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স। পরীক্ষামূলকভাবে ৬০ জনকে এই টিকা দেওয়া হবে।
আজ রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ক্লিনিকাল ট্রায়ালের জন্য ১৬টি শর্ত দিয়েছে অধিদপ্তর।
বঙ্গভ্যাক্সের ক্লিনিকাল ট্রায়াল গবেষক দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হবে।
এই টিকা গত বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বানরের ওপর পরীক্ষা করা হয়। সেখানে প্রাপ্ত ফলাফল তারা বিএমআরসিতে জমা দেয় এবং মানবদেহে প্রয়োগের জন্য আবেদন করে।
এরপরে সে বছর ২৩ নভেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) মানবদেহে টিকার কার্যকারিতার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয়। এরপর থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় ছিল বঙ্গভ্যাক্স। আজ সেই অপেক্ষার পালা ফুরাল।