নারীর চেয়ে পুরুষরা কেন ত্বকের ক্যানসারের বেশি ভোগেন?
স্কিন বা ত্বকের ক্যানসারে আক্রান্তের সংখ্যা বর্তমানে বিশ্বব্যাপী বাড়ছে। ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ত্বকের ক্যানসার হয়। যা বেশিরভাগই সূর্যের সংস্পর্শে থাকার কারণে বিকশিত হয়।
তবে সূর্যের আলো পড়ে না ত্বকের এমন স্থানেও হতে পারে ক্যানসার। ত্বকের ক্যানসারের তিনটি প্রধান প্রকারের মধ্যে আছে বেসাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা ও মেলানোমা।
মেলানোমা হলো সবচেয়ে আক্রমণাত্মক ত্বকের ক্যানসার। এতেই মৃত্যুর ঝুঁকি বেশি। জানলে অবাক হবেন, নারীর চেয়ে পুরুষদের মধ্যে মেলানোমা ক্যানসারের ঝুঁকি বেশি।
সিডিসি (রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের) সাম্প্রতিক তথ্যে জানা গেছে, পুরুষদের মেলানোমায় মারা যাওয়ার ঝুঁকি নারীদের চেয়ে বেশি।
২০১২ থেকে ২০১৬ সালের তথ্য অনুসারে, প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে মেলানোমার প্রায় ৭৭ হাজার ৬৯৮ জন মেলানোমা ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৫ হাজার ৮৫৪ জন পুরুষ ও ৩১ হাজার ৮৪৫ জন নারী।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ত্বকের ক্যান্সার
- মেলানোমা