বিক্রি হয়ে গেছে পোস্তার অর্ধেক চামড়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ০০:৩৬

কোরবানির ঈদে সংগ্রহ করা অর্ধেকের বেশি কাঁচা চামড়া ট্যানারি মালিকদের কাছে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন পুরান ঢাকার পোস্তা এলাকার ব্যবসায়ীরা।


শনিবার প্রায় ৩০টির মতো ট্রাক চামড়া নিয়ে যায় দেশের সবচেয়ে বড় এই আড়ত  থেকে। এদিন সংরক্ষণ করা চামড়া নিয়ে ঢাকার বাইরে থেকেও বেশ কিছু ট্রাক পোস্তায় আসতে দেখা গেছে।


বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, ট্যানারির প্রতিনিধিরা লবণ মাখানো চামড়া বাছাই করে স্তূপগুলোতে বিশেষ চিহ্ন দিয়ে রেখেছেন। কেউ কেউ দরদাম ঠিক করে অর্থ পরিশোধের সম্ভাব্য তারিখ দিচ্ছেন।


পাইকাররা জানান, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ট্যানারি মালিকদের একটি অংশ বিভিন্ন হাট থেকে চামড়া সংগ্রহে সময় দিয়েছেন বেশি। রোববার ব্যাংক খোলার দিন তারা পোস্তার চামড়া সংগ্রহে নামবেন।


আগামী ২/৩ দিনের মধ্যেই পোস্তায় সংগ্রহ করা কাঁচা চামড়ার পুরোটাই বিক্রি হয়ে যাবে বলে মনে করছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার চারটি আড়তের মালামাল বিক্রি হয়ে গেছে। দুটি খালি হয়েছে, বাকি দুটিও বুকিং দিয়ে রেখেছে। সরকার নির্ধারিত দামেই বিক্রি করেছি।


“পোস্তার অর্ধেক চামড়াই বিক্রি হয়ে গিয়েছে এবার গতো ৩/৪ দিনের মধ্যে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও