![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/18/bf8152bb0dae3db1d9af85d4b7ac0f6b-625d087ade000.jpg)
সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচন চায় ইইউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি স্বতন্ত্র দেশকে পরামর্শ ছাড়া আর কিছুই দিতে পারে না ইইউ বলেও মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
রাজধানীর একটি হোটেলে আজ শনিবার সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক এবার্ট স্টিফটুং-বাংলাদেশের যৌথ আয়োজনে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানের মূল অতিথি ছিলেন চার্লস হোয়াইটলি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
বাংলাদেশে নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রদূতদের বৈঠক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল কি না এ বিষয়ে জানতে চাইলে চার্লস হোয়াইটলি বলেন, ‘ইইউ রাষ্ট্রদূত হিসেবে আমি বাংলাদেশে সকল গণতান্ত্রিক দলের সঙ্গে সাক্ষাৎ করি। একইভাবে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতও ইউরোপীয় সংসদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। কারণ আমাদের বুঝতে হবে দেশে কি হচ্ছে। সকলের সঙ্গে বৈঠক করা কূটনৈতিক শিষ্টাচার। আমরা যদি আমাদের কার্যালয়ে বসে থাকি, তবে মনে হবে আমরা এড়িয়ে চলছি।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো পর্যবেক্ষক দল থাকবে কি না—জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘আমি জানি না। জাতীয় নির্বাচন আরও ১৮ মাস পরে এবং এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সর্বশেষ যৌথ কমিশনের বৈঠকে সরকারের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য সবকিছু নিয়েই আলোচনা হয়েছে।’