![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022July/srilankan-girl-20220716211750.jpg)
লঙ্কান প্রেসিডেন্ট প্রাসাদের সোফায় পালঙ্কে তোলা তরুণীর ছবি ভাইরাল
প্রেসিডেন্টের সরকারি বাসভবনে কখনও গাড়ির সামনে দাঁড়িয়ে, কখনও প্রেসিডেন্টের পালঙ্কে, সোফায় বসে, আবার কখনও বাগানে দাঁড়িয়ে কাঁধে ব্যাগ নিয়ে ছবি তুলেছেন শ্রীলঙ্কার এক তরুণী। পেছনে বিক্ষোভ করছেন শত শত মানুষ। বিক্ষোভরত জনতার সামনে প্রেসিডেন্টের ব্যবহৃত আসবাবপত্রের সামনে দাঁড়িয়ে তোলা তরুণীর ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না।
বিক্ষোভকারীদের পদত্যাগের দাবির মুখে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এর আগে গত, শনিবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মাঝেই সেখানে ঘুরে বেড়ান আর একের পর এক ছবি তোলেন মধুহংসী হাসিনথারা নামের ওই তরুণী।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সরকারি বাসভবন
- ছবি ভাইরাল