You have reached your daily news limit

Please log in to continue


পোস্টপার্টাম সাইকিয়াট্রিক ডিস-অর্ডারস হলে

পোস্টপার্টাম কী

বাচ্চা ডেলিভারি হওয়ার পরের সময়টাকে আমরা পোস্টপার্টাম পিরিয়ড বলি। এই সময়ে শতকরা ৮৫ ভাগ নারী কিছু না কিছু সাইকিয়াট্রিক অসুখে ভোগে। এর মধ্যে শতকরা ১৫ ভাগ মারাত্মক হয়।

পোস্টপার্টাম ব্লু

৫০-৮০ শতাংশ নারী কমবেশি এই সমস্যায় ভুগে থাকে। ডেলিভারির চার থেকে পাঁচতম দিন ব্লুর পিক সময়। এটি সবচেয়ে কম ক্ষতিকর। এটির লক্ষ্মণ হচ্ছে—খালি খালি  কান্নাকাটি করা, মন খারাপ করে থাকা, বাচ্চাকে যত্ন না করা, ইরিটেটিং থাকা, না ঘুমানো ইত্যাদি। তেমন কোনো চিকিৎসা ছাড়াই দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। তবে পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি জরুরি এ ক্ষেত্রে।

পোস্টপার্টাম ডিপ্রেশন

সাধারণত ডেলিভারির দুই থেকে তিন মাসের মধ্যে ধরা পড়ে। উপরোক্ত উপসর্গের পাশাপাশি নিম্নলিখিত উপসর্গগুলো দেখা যায়—ক্ষুধামন্দা, স্বাভাবিক কাজকর্মে অনীহা, কোনো কিছুতে আনন্দ খুঁজে না পাওয়া, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি। এদের পারিবারিক সহযোগিতা ছাড়াও যথাযথ চিকিৎসা দরকার পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন