You have reached your daily news limit

Please log in to continue


জন্মদিনে কী সুখবর দেবেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ আজ ৩৯-এ পা রেখেছেন। বিয়ের পর প্রথম জন্মদিন উদ্‌যাপন করছেন তিনি। এবারের জন্মদিন তাই তাঁর জন্য বিশেষ কিছু। শোনা যাচ্ছে, এ বছর ক্যাটের জন্মদিন আরও বিশেষ হতে চলেছে। কারণ, আজ নাকি তিনি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করবেন। এই মুহূর্তে ক্যাটরিনা স্বামী ভিকি কৌশলের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করতে আছেন মালদ্বীপে। জানা গেছে, ক্যাটের জন্মদিন পালন করতে ভিকির ভাই সানি কৌশল, তাঁর কথিত প্রেমিকা শর্বরী বাগ, নির্মাতা কবির খান, মিনি মাথুরও মালদ্বীপে গেছেন। ক্যাটের ৩৯তম জন্মদিন যে জাঁকজমকের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ভিকি নাকি বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন উদ্‌যাপনে কোনো ত্রুটি রাখতে চান না। এদিকে এই দম্পতিকে ঘিরে আরেকটি খবর উড়ে বেড়াচ্ছে। এক শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। ওই গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। ক্যাটরিনা ও ভিকি কৌশল তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। নিজের জন্মদিনেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণার সম্ভাবনা প্রবল।’

এবারই প্রথম নয়, কয়েক সপ্তাহ ধরেই ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে আসছে বিভিন্ন গণমাধ্যম। কারণ, ক্যাটরিনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণ সক্রিয়। নিয়মিত জীবনযাপনের নানা ধরনের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন। কিন্তু বেশ কিছুদিন হলো অভিনেত্রী অন্তর্জাল থেকে নিজেকে দূরে রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ক্যাটের হঠাৎ গায়েব হওয়ায় তাঁর ভক্তরা বিস্মিত। কেবল সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বলিউডের কোনো অনুষ্ঠানে বা পার্টিতেও দেখা মিলছে না তাঁর। এসব বিষয় ক্যাটের মা হতে যাওয়ার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন