কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা

প্রথম আলো শ্রীলঙ্কা প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১৭:১১

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদকে আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছেন দেশটির পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধামিকা দাসানায়েক। আজ শনিবার পার্লামেন্টে এ ঘোষণা দেন তিনি। শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর সূত্রে এ তথ্য জানা গেছে।


গতকাল শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগপত্র গ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। এর ভিত্তিতে আজ প্রেসিডেন্ট পদটিকে আনুষ্ঠানিকভাবে শূন্য পদ ঘোষণা করেন দাসানায়েকে। পার্লামেন্টে গোতাবায়ার পদত্যাগপত্রটিও পড়ে শোনান তিনি।


সেক্রেটারি জেনারেল পার্লামেন্টে বলেন, প্রেসিডেন্ট পদের জন্য ১৯ জুলাই তাঁর কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। এদিন সকাল ১০টা থেকে পার্লামেন্ট অধিবেশন শুরু হবে।


দাসানায়েকে আরও বলেন, যদি একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তবে প্রেসিডেন্ট নির্বাচন করতে ২০ জুলাই পার্লামেন্টে ভোটাভুটি হবে।


সাংবিধানিক শর্ত মেনে গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পার্লামেন্টে আজকের এ বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও